ফাগুনের এক আগুনে মধ্যদুপুর
লিখেছেন লিখেছেন মামুন ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৩২:৫১ দুপুর
ফাগুনের এক আগুনে মধ্যদুপুর
সেদিনটি ছিল ফাগুনের মাঝামাঝি,
কৃষ্ণচূড়ার সব সবুজ মুখ লুকিয়েছিল লালের আড়ালে
আর শিমুলে লেগেছিল আগুন!
প্রজাপতিদের সেদিন কি হয়েছিল যেন,
ডানায় ভালোবাসার সব রঙ মেখে
আরো বর্ণীল হওয়ায় মেতে উঠেছিল!
পুষ্পকলিদের অনাঘ্রাতা যৌবনে
পুলক জাগাতেই বুঝি ঝাঁপিয়ে পড়েছিল
সেদিন দখিনা সমীরণ!
এমনই এক মধ্যদুপুরে 'রোদেলা' এলো,
শানবাঁধানো পুকুর ঘাটে চোখে চোখ রেখে
ভালোবাসার স্মারক রিঙ ফিরিয়ে দিতে।
কিছু বুনো ঘাসফুলের হৃদয় মাড়িয়ে
বিশ্বাস-অবিশ্বাসে দোদুল্যমান আমি তখন
হৃদয় হাতে নিয়ে দাঁড়িয়েছিলেম দীর্ঘক্ষণ!
একবার ভেবেছিলাম, মরেই যাই
কি লাভ এভাবে বেঁচে থেকে এখন?
ধাপে ধাপে নেমে যাওয়া সিঁড়ি বেয়ে যেতে যেতে ভাবি
দীঘির শান্ত জলেই কি তবে শেষ অবগাহন?
ধীরে ধীরে নেমে যাই... বুক পর্যন্ত ভিজে যেতেই
পায়ের নীচে পলেস্তারাবিহীন কর্দামক্ত পিচ্ছিলতা
চেতনায় আনে হলুদ মৃত্যুর বিবর্ণ রুক্ষতা!
তখন একটি ডানা ভাঙা নিঃসঙ্গ হলুদ মথের
ফুলে ফুলে উড়ে বেড়ানোর চেষ্টা দেখি,
নিমিষে মৃত্যুর ওপার থেকে নিজেকে ফিরিয়ে আনি
জীবনের এইপারে।
একজন 'রোদেলা' আর একটি পরিত্যাক্ত রিঙ,
ডানাভাঙ্গা হলুদ মথটির তুলনায়
অ...নে...ক নগণ্য মনে হয়!
বেঁচে থাকাটা কতই না বর্ণময়!
সেই মথটি আমায় শিখিয়ে যায়!
আমিও ফিরে আসি জীবনের অন্তবিহীন
পথে চলবো বলে,
'রোদেলা' আর তার রিঙটি বুকে নিয়ে
পদদলিত কিছু ঘাসফুল পড়ে থাকে,
অসহ্য অলস বিষন্ন
ফাগুনের এক মধ্যদুপুরে।।
বিষয়: সাহিত্য
১০৭৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"বেচে থাকাটা কতই না বর্ণময়!
সেই মথটা আমায় শিখিয়ে যায়!!"
বর্ণময়তার সীমাহীন বিশালতায়ও কখনো বর্ণ খুজে পেতে হয়রান কিছু মানুষ......!!
ভাল লাগার বর্ণময় শুভেচ্ছা......
শুভেচ্ছা আপনার প্রতিও রইলো...।
আর অনুভূতি রেখে যাবার জন্য আপনার প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা।
ভালো থাকবেন।
জাজাকাল্লাহু খাইর।
পদদলিত কিছু ঘাসফুল পড়ে থাকে,
অসহ্য অলস বিষন্ন
ফাগুনের এক মধ্যদুপুরে।।
শুভেচ্ছা রইলো।
আপনার জন্য অনেকগুলো লাল গোলাপের শুভেচ্ছা রইলো।
অনেক ধন্যবাদ ভাইয়া তবে একটা প্রশ্ন মথ এটা কি ? আমি চিনি নাই একটু কি বলতে পারেন ।
পুরুষ প্রজাপতিকেই সাধারণত মথ বলা হয়। আমরা যেগুলোকে প্রজাপতি জানি, সেগুলো মনে হয় স্ত্রী-প্রজাপতি। আর এরা পুরুষ প্রজাপতি।
ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
এই কবিতাটিও কিন্তু গল্প থেকে নেয়া হয়েছে।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন